করোনাভাইরাসে স্তব্ধ হয়ে আছে ক্রীড়াঙ্গন। বন্থ বিশ্ব ক্রীড়াঙ্গন। অলিম্পিকের মতো মেগা ইভেন্ট পিছিয়ে গিয়েছে এক বছর। কারন করোনাভাইরাস সংক্রমন দিন দিন বেড়েই চলেছে। তবে এ অবস্থায় ক্রিকেট আয়োজনের চিন্তা-ভাবনা করছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া বোর্ড ও খেলোয়াড়রা। তবে এখনই ক্রিকেট চান না পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস। সেটি রূদ্ধদার স্টেডিয়ামে হোক বা যেভাবেই হোক না কেন, এ পরিস্থিতিতে ক্রিকেট না হওয়াই ভালো বললেন ওয়াকার। তিনি বলেন, ‘ফাঁকা স্টেডিয়ামে ক্রিকেটের সঙ্গে আমি একমত নই। পাঁচ-ছ’মাস পরে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসবে, তখন রূদ্ধদ্বার স্টেডিয়ামে ক্রিকেটের কথা আমরা ভেবে দেখতে পারি।’ এখনই টি-২০ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা উঁকিঝুঁকি মারছে। তবে ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি জানিয়েছে, টি-২০ বিশ্বকাপ নির্ধারিত সূচিতেই হবে।
পাকিস্তানের সুইং মাস্টার ওয়াকারও, নির্ধারিত সূচিতে টি-২০ বিশ্বকাপ দেখতে চান। তিনি বলেন, ‘নির্ধারিত সময়েই টি-২০ বিশ্বকাপ হবে বলে আমি আশাবাদি। তবে অবশ্যই, সবার নিরাপত্তা আগে। পরিস্থিতি পুরোপুরি অনুকূলে থাকলেই বিশ্বকাপ আয়োজন করা উচিত। আমরা কেউই চাইবো না, কোন খেলোয়াড় বা সমর্থক বা কর্মকর্তা অসুস্থ হোক।’ আগামী টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ভালো সম্ভাবনা রয়েছে বলেও জানান ওয়াকার। তিনি বলেন, ‘আমি যখন পাকিস্তানের হয়ে খেলতাম বা জাতীয় দলকে কোচিং করিয়েছি, তখন থেকেই চাইতাম পাকিস্তান আইসিসি কোন বড় টুর্নামেন্ট জিতুক। সেই কারণেই এ বারের টি-২০ টুর্নামেন্ট আমার এবং আমার দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের টি-২০ দলটি বেশ ভারসাম্যপূর্ণ। শিরোপা জয়ের দাবী রাখে।’ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান