‘সখি ভালোবাসা কারে কয়’, ‘পলকে পলকে’ ‘লক্ষ্মী সোনা’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এ প্রজন্মের সংগীতশিল্পী মিলন অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছেন। কেবল গায়ক হিসেবে নয় সুরকার হিসেবেও নিজের জাত চিনিয়েছেন মিলন।
এর মধ্যে একাধিক গানের ভিডিও নির্মাণাধীন রয়েছে। আগামীতে ধ্রুব মিউজিক স্টেশন, ঈগল মিউজিক, সিডি চয়েসসহ একাধিক ব্যানারে মিলনের গানগুলো মুক্তি পাবে।
সম্প্রতি আসিফ আকবরের দুটি গানের সুর করেছেন তিনি। গান দুটি ঈদের আগেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর বাইরে নিজের একাধিক সলো ট্র্যাক প্রস্তুত আছে তার। স্নেহাশীষ ঘোষের কথা ও এমএমপি রনির সংগীতে সব ক’টি গানের সুর করেছেন মিলন নিজেই।
মিলন বলেন, আসলে সারা বছরই টুকটাক করে কাজ করি। তাই সে অর্থে ঈদের ব্যস্ততা তেমন নেই। আসিফ আকবরের জন্য দুটো গানের সুর করেছি। ওগুলো ঈদে আসতে পারে। নিজেরও বেশ ক’টি গান চূড়ান্ত আছে। সেগুলোও শিগগিরই মুক্তি পাবে।
আজকের বাজার/আরআইএস