বর্তমান সরকারের সময়ে সকল বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে : এমপি সামছুল আলম দুদু

এমপি এ্যাডভোকেট সামছুল আলম দুদু বলেছেন, উন্নত পরিবেশে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের সময়ে সকল বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিন নতুন বই তুলে দেওয়া হয় বিনামূল্যে যা বিশ্বের কোথাও নেই। নন্দীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী প্রমূখ। নন্দীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেসিক ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৬১ লাখ ৫১ হাজার টাকা। চুতুর্থ শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করে। এরফলে ওই বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা উন্নত পরিবেশে লেখাপড়া করার সুযোগ পাবে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান