কয়েকদিন আগে বর্ষসেরার মুকুট ঝুলিতে পুরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাশাপাশি মাঠের বাইরেও তিনি উজ্জ্বল। একে একে আরও তিন সন্তানের বাবা হলেন পর্তুগীজ ফরোয়ার্ড।
সদ্য রিয়ালের জার্সিতে আবুধাবিতে রোনালদোর একমাত্র গোলে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওকে ১-০ হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মাঝেই সপরিবারে বড়দিনের উৎসবে মেতেছেন তিনি।
অন্যদিকে বছর শেষে চিরপ্রতিদ্বন্দী রিয়ালের বিপক্ষে সদ্য শেষ হওয়া ম্যাচে এক গোলসহ সতীর্থের গোলেও ভূমিকা ছিল মেসির। দুর্দান্ত এ জয়ের পর পরিবার নিয়ে বড়দিনের উৎসবে বেশ ফুরফুরে সময় কাটাচ্ছেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। মাঠে নামার আগেই তিনি বলেছিলেন রিয়ালকে হারিয়ে বড় দিনের উৎসবে মাততে চান তারা। আর তাই বড়দিনের উৎসবে পরিবার নিয়ে সান্তা ক্লজদের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছে মেসি পরিবার।
এখন যদি বর্ষসেরা পরিবারের কোনো পুরস্কার দেয়া হতো। তবে সেটা কে পেত? মেসি না রোনালদো। দর্শক মাত্রই এর বিচার করবেন।
আজকের বাজার: সালি / ০১ জানুয়ারি ২০১৮