বর্ষার বাকীটা সময় আরো বাড়তে পারে বৃষ্টিপাত। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং রংপুর বিভাগের বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
৭ আগষ্ট সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজরুল রশীদ এসব তথ্য জানান। তিনি আরও জানান, দেশের ৮টি বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টি থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিভিন্ন অঞ্চলে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আজ সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ৮টি বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আজকের বাজার: এলকে/এলকে ০৭ আগস্ট ২০১৬