ব্রাজিলের রাজধানীসহ বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার লোক প্রেসিডেন্ট জইর বলসনারোর ইমপিচমেন্টের দাবিতে বিক্ষোভ করেছে।
করোনা ভাইরাস মোকাবেলাসহ নানা কারণে অজনপ্রিয় বলসনারোর পদত্যাগ চায় বিক্ষোভকারীরা।
রিও ডি জেনিরো, সাও পাওলো, ব্রাসিলিয়াসহ বেশ কয়েকটি শহরে বামপন্থী রাজনৈতিক দলসহ লেবার গ্রুপসমূহ এ বিক্ষোভের আয়োজন করে।
বিভিন্ন ইস্যুসহ ডানপন্থী এই নেতা করোনা ভাইরাস যেভাবে মোকাবেলা করেছেন তা নিয়ে তীব্র সমালোচিত হচ্ছেন।
দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ছয় লাখ লোক মারা গেছে।
রাজধানীতে বিক্ষোভে অংশ নেয়া শত শত লোক বলসনারো বিদায় হও বলে শ্লোগান দিচ্ছিল।
বিক্ষোভে অংশ নেয়া ৬৯ বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক এলিজাবেথ সিমোস বলেছেন, আমরা তার বিদায় চাই। রাস্তায় নামা এসব লোকজনের আকাক্সক্ষা আইনপ্রণেতাদের ওপর চাপ তৈরি করা যেন তারা ইমপিচমেন্টের ডাক দেন।
চেম্বার অব ডেপুটিজের কাছে একশরও বেশি লোক বলসনারোর ইমপিচমেন্টের আবেদন করেছে। কিন্তু এর নেতা ও সরকারের মিত্র আর্থার লিরা এসব আমলেই নিচ্ছে না।
সাম্প্রতিক মাসগুলোতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ চলে । তবে শনিবাবের বিক্ষোভে দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্য বৃদ্ধি সংক্রান্ত ইস্যু যোগ হয়।
মধ্য সেপ্টেম্বরে ডাটাফুলহা ইনস্টিটিউট পরিচালিত জনমত জরিপে দেখা গেছে বলসনারোর জনসমর্থন ২৬ শতাংশ। বিপরীতে লুলার জনসমর্থন ৪৪ শতাংশ।
এদিকে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র একবছর বাকি আছে।