জাহ্নবী কাপুর, সারা আলি খানদের মতো তারকা-সন্তানরা ছবি মুক্তির আগেই রীতিমতো পরিচিত মুখ হয়ে উঠেছেন ভারতজুড়ে। টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, এ তালিকায় রয়েছে দিশানী চক্রবর্তীরও নাম। তিনি মিঠুন চক্রবর্তীর কন্যা। এরই মধ্যে মুম্বাই ও নিউইয়র্ক থেকে নিয়েছেন অভিনয়ের প্রশিক্ষণ।
যদিও দিশানী শেষ পর্যন্ত ছবিতে মুখ দেখাবেন কিনা, তা নিশ্চিত নয়। কেননা বাবা মিঠুন চান না দিশানী ছবিতে অভিনয় করুন।
প্রতিবেদনে বলা হয়েছে, বাবা ও মেয়ের মধ্যে সম্পর্ক বড়ই মধুর। মিঠুন অবশ্য দিশানীর জন্মদাতা বাবা নন। তিনি দিশানীকে দত্তক নিয়েছিলেন। মিঠুনের পরিবারে দিশানীর অন্তর্ভুক্তির গল্পটি সত্যিই হৃদয়স্পর্শী। দিশানীকে তার জন্মদাতা বাবা-মা ফেলে গিয়েছিলেন একটি আস্তাকুঁড়ে। সেই খবর কাগজে পড়ে মিঠুন সিদ্ধান্ত নেন, তিনি ওই শিশুকে দত্তক নেবেন।
তার স্ত্রী যোগিতা বালিও মিঠুনের সিদ্ধান্তকে সমর্থন করেন। খু্ব দ্রুত প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করে মিঠুন শেষ পর্যন্ত তাকে নিজের পরিবারে নিয়ে আসেন। শোনা যায়, নিজের অন্য সন্তানদের থেকেও দিশানী বেশি আদর ও ভালোবাসা পেয়েছেন বাবা মিঠুনের কাছ থেকে।
সেই দিশানী এখন বড় হয়েছেন। মিঠুনের তরুণী কন্যার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। অদূর ভবিষ্যতে তাকে রুপালি পর্দায় দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে।
এস/