বলিউডের সব রেকর্ড চলতি বছরে ভেঙে দিল ‘সঞ্জু’। মুক্তির মাত্র ৩দিনেই বক্স অফিস কাঁপিয়ে দিলো ছবিটি। রাজকুমার হিরানি পরিচালিত রণবীর কাপুরের এই ছবি ৩ দিন না পেরোতেই ঢুকে পড়েছে ১০০ কোটির ক্লাবে।
মুক্তি পাওয়ার প্রথম দিনেই সঞ্জু আয় করেছে ৩৪.৭৫ কোটি টাকা। ভারতে ছুটির দিন রোববার প্রায় ৩৯ কোটি টাকার ব্যবসা করায় সবমিলিয়ে ১১২.৭৫ কোটি টাকা সঞ্জুর টিমের ঘরে ইতোমধ্যেই।
এই ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এখানে ‘সঞ্জুর বাবা’র চরিত্র ছাড়াও খুব বড় করে তুলে ধরা হয়েছে সঞ্জয়ের বাবা সুনীল দত্তের চরিত্রকেও।
সঞ্জয়ের বাবা সুনীলের ভূমিকায় পরেশ রাওয়ালের অভিনয় জয় করেছে দর্শকের মন।
এছাড়াও বেস্ট ফ্রেন্ড কমলেশ ওরফে কামলির ভূমিকায় অভিনয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন ভিকি কৌশল।
বিভিন্ন চরিত্রে সোনম কাপুর, দিয়া মির্জা, আনুশকা শর্মা ও মণীশা কৈরালার অভিনয়ও ছবিতে অন্য মাত্রা এনে দিয়েছে।
আশা করা হচ্ছে এই ছবিটি ৫০০ কোটির তালিকায় নাম লেখাবে।
আজকের বাজার/এসএম