‘বাহুবলী’র তুমুল সাফল্যের পর সব ইন্ডাস্ট্রিই প্রভাসকে নিয়ে কাজ করতে চায়। বলিউডও তার ব্যতিক্রম নয়। এবার সম্ভবত সেই সুযোগ আসতে চলেছে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।
শোনা যাচ্ছে রোমান্টিক হিরো হিসেবে বলিউডে অভিষেক করতে চলেছেন প্রভাস। সম্প্রতি এক সাক্ষাত্কারে মিলেছে তেমনই ইঙ্গিত।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রভাস বলেন, ‘আমি হায়দরাবাদে থাকি। যেখানে ৬০ শতাংশ মানুষ হিন্দিতে কথা বলেন। আমি প্রচুর হিন্দি ছবি দেখি। বলিউড থেকে ভাল অফারও পাই। তিন বছর আগেই একটা ছবি করার কথা চূড়ান্ত করেছিলাম। সাহোর পর ছবিটা শুরু করব।’
পরিচালক করণ জোহরের সঙ্গেও তার পরিচিতির কথা জানিয়েছেন প্রভাস। করণের বাড়িতে বেশ কিছু বলিউড তারকার সঙ্গে আলাপ হয়েছে তার। এই মুহূর্তে ‘সাহো’র শুটিংয়ে লস অ্যাঞ্জেলসে রয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি। সেখান থেকেই ফিরেই সম্ভবত বলিউড ছবির শুটিং শুরু করবেন তিনি।
আজকের বাজার: সালি / ০২ জানুয়ারি ২০১৮