বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে নিয়ে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রল বানানো হয়। তাকে নিয়ে ট্রল বানানোর কারণ হচ্ছে তার একটি ছবি। ছবিটিতে দেখা যায়, সমুদ্র সৈকতে দুই হাত প্রসারিত করে সামনের দিকে তাকিয়ে রয়েছেন তিনি।
এই ছবিটি নিয়ে ট্রল করার কারণ হলো, এমন ভঙ্গিতে শাহরুখ খানকে হার হামেশাই দেখা যায়। বিভিন্ন সময়ে এমন ভঙ্গি অনেক বলিউড অভিনেতা করলেও শাহরুখকে ছাড়িয়ে যেতে পারেননি কেউ। তবে এত দিন কোনো বলিউড অভিনেত্রী এই ভঙ্গি করার কথা মাথাতেও আনেননি। আর এবার সেটাই করে দেখালেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী।
তবে তাকে নিয়ে ট্রল করা প্রসঙ্গে শিল্পা শেঠি বললেন, এভাবে ছবি তোলা অপরাধ নাকি! শাহরুখের ভঙ্গিতে তাকে দেখে অনেক ভক্তই শিল্পাকে চলচ্চিত্রে ফেরার কথা বলেন। জবাবে শিল্পা বলেন, অনেক দিন ধরে আমাকে বড়পর্দায় দেখেননি। আমি আবার বড়পর্দায় ফিরতে চাই, তবে ভিন্ন চরিত্র নিয়ে। আমি যদি অনেকদিন পর একটা ছবি করি তাহলে আমাকে এমন একটা চরিত্রে অভিনয় করতে হবে যা আমি আগে করিনি। যে চরিত্রে আমি অভিনয় করতে উপভোগ করব।
আর তার এই কথার রেশ ধরে বলা যায়, অতি শিগগিরই তিনি নতুন কোন চলচ্চিত্রে অভিনয় করবেন।
আজকের বাজার/একেএ/