বলিউডে মাদক কেলেঙ্কারি মারাত্মক আকার ধারণ করছে প্রতিনিয়ত।
সম্প্রতি প্রয়াত অভিনেতা-প্রেমিক সুশান্ত সিং রাজপুতের জন্য গাঁজা কেনার অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তারের পর, অভিনেত্রী থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাতা, ডিজাইনারসহ বলিউডের কমপক্ষে শীর্ষ ২০ জন সেলিব্রেটির নাম মাদক মামলায় উঠে আসে। এরপর সাম্প্রতিক মাসগুলোতে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে ভারতে।
রিয়া চক্রবর্তীর মোবাইল ফোন থেকে প্রাপ্ত হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে তাদের মাদক ব্যবহার করার ইঙ্গিত পেয়ে চার শীর্ষস্থানীয় বলিউড অভিনেত্রী- রাকুল প্রীত সিং, দীপিকা পাডুকোন, সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদের জন্য চলতি সপ্তাহে তলব করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
একজন কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘বৃহস্পতিবার রাকুল প্রীতকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও, তিনি বর্তমানে হায়দ্রবাদে থাকায় আসতে পারেননি। আমরা তাকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করব। তবে, শীর্ষস্থানীয় সেলিব্রেটি ডিজাইনার সিমোন খাম্বাট্টাকে সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর মুম্বাই অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
এছাড়া দীপিকাকে শুক্রবার এবং সারা ও শ্রদ্ধাকে শনিবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
তিনি আরও বলেন, ‘আমরা বলিউড তারকা ও মাদক ব্যবসায়ীদের মধ্যে যোগসূত্র নিয়ে অনুসন্ধান করছি, যারা একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের মাধ্যমে প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আসছে। এই যোগসূত্র স্থায়ীভাবে ভেঙে ফেলাই আমাদের তদন্তের লক্ষ্য।’
এদিকে, নিজের মক্কেলকসহ অভিযুক্ত অন্যান্যদের নির্দোষ দাবি করে রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্দে বলেন, ‘আমি সংস্থাগুলোকে গণমাধ্যমের বদলে আদালতে তাদের মামলা প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ জানাই। এছাড়া যেসব টিভি চ্যানেল আমার মক্কেলের সুনামকে নষ্ট করছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেব।’
গত ১৪ জুন মুম্বাইয়ের নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ৩৪ বছর বয়সী বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর গত ৯ সেপ্টেম্বর সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো।