বলিউড অভিনেত্রী রীতা ভাদুড়ি আর নেই

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রীতা ভাদুড়ি (৬২) আর নেই। মঙ্গলবার (১৭ জুলাই) সকালে তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।

অভিনেতা শিশির শর্মা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি ফেসবুকে লেখেন ‘দুঃখের খবর, রীতা ভাদুড়ি আমাদের ছেড়ে গেলেন। আজ দুপুর ১২টা নাগাদ পারসি ওয়াডা রোডের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। একজন অসাধারণ মানুষকে হারালাম। এই ইন্ডাস্ট্রির অনেকের কাছেই একজন মা ছিলেন রীতা দেবী। মাকে আমরা মিস করব।’

সম্প্রতি ‘নিমকি মুখিয়া’ বলে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন রীতা ভাদুড়ি। প্রায় ৭০ টিরও বেশি ছবিতে দেখা গিয়েছিল রীতাকে। রাজ, জুলি, বেটা এবং আরও বেশ কিছু ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন রীতা দেবী।

টেলিভিশনের সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘ দিন। তিরিশেরও বেশি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুতে অভিনয় জগতে শোকের ছায়া নেমে আসে।

আরএম/