বলিউড তারকাদের ফলোয়ার কমছে !

শোবিজ তারকাদের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনেকটা অপরিহার্য অংশের মতো হয়ে দাঁড়িয়েছে। ভক্তদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্যে এর চেয়ে ভালো কোনো মাধ্যম এখনো আবিস্কৃত হয়নি।

তবে এবার সে সামাজিক মাধ্যমের ফলোয়ারের সংখ্যায় ভাটা পড়লো বলিউডের তিন সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের।

মূলত বলিউড তারকাদের মধ্যে এ তিনজনই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেদের খুব সরব রাখেন।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে অমিতাভ বচ্চনের ৪ লাখ ও শাহরুখ ও সালমান খানের ৩ লাখ করে ফলোয়ার কমে গিয়েছে। হঠাৎ এমন ফলোয়ার হ্রাস পাওয়ার কারণ হিসেবে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ফেক টুইটার আইডি ও সাইবার ক্রাইম জড়িত আইডিগুলো বন্ধ করে দিচ্ছে টুইটার। যার ফলে এর প্রভাব পড়ছে এই তারকাদের ফলোয়ারের সংখ্যাতেও।’

টুইটারের এমন সিদ্ধান্তে টুইটারে ফলোয়ার কমেছে হৃত্বিক রোশন, প্রিয়াংকা চোপড়া ও দীপিকা পাড়ুকোনেরও।

এসএম/