বলিভিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট জঁনিন আনেজ বৃহস্পতিবার তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। খবর এএফপি’র।
টুইটার বার্তায় তিনি বলেন, ‘আমার কোভিড-১৯ ভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে আমি ভাল আছি। এখন থেকে আমি আইসোলেশনে থেকে কাজ করবো।’
টুইটারে দেয়া এক ভিডিও বার্তায় ৫৩ বছর বয়সী এ প্রেসিডেন্ট বলেন, আরেক দফা পরীক্ষা করানোর আগ পর্যন্ত তিনি ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো মঙ্গলবার তার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানোর পর মাত্র কয়েকদিনের ব্যবধানে সাউথ আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট আনেজ করোনা আক্রান্ত হলেন।
সাম্প্রতিক সময়ে আনেজের মন্ত্রিপরিষদের আরো চার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন।
উল্লেখ্য, বলিভিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে প্রায় ৪৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং দেড় হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ।