বলিভিয়ায়র নির্বাচনে এগিয়ে প্রেসিডেন্ট ইভো মোরালেস

ছবি: সংগৃহীত

রবিবার বলিভিয়ায় অনুষ্ঠিত প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ইভো মোরালেস এগিয়ে আছেন। তবে ফিরতি নির্বাচন এড়ানোর জন্য তিনি যথেষ্ট ভোট পেতে ব্যর্থ হয়েছেন।

রবিবার রাতে বলিভিয়ার শীর্ষ নির্বাচনী কর্তৃপক্ষ বলেছে ৮৪শতাংশ ভোট গণনার পর দেখা যাচ্ছে মোরালেস এগিয়ে আছেন ৪৫ দশমিক ৩ শতাংশ ভোট নিয়ে এবং সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেসা পেয়েছেন ৩৮ দশমিক ২ শতাংশ ভোট। এই ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে ফিরতি নির্বাচনে এই দুই প্রতিদ্বন্দ্বী অংশ নেবেন। মোরালেস প্রায় ১৪ বছর ক্ষমতায় আছেন এবং যৌথ বিরোধীতার মুখে তিনি ঝুঁকিতে থাকবেন।

আজকের বাজার/লুৎফর রহমান