বলিভিয়ার একটি খনিতে ডিনামাইট বিস্ফোরণ হয়েছেে।এতে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন।আহতদের ওরুরু নগরীর হাসপাতালে পাঠানো হয়েছে।
বলিভিয়ার পশ্চিমাঞ্চলের হুয়ানুনির খনিতে এ ঘটনা ঘটে।খবর: সিনহুয়ার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী কার্লে্াস রোমেরো বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে হুয়ানুনির ওই খনিতে শ্রমিকরা কাজে যোগ দেয়ার জন্য প্রবেশ করতে গেলে এ বিস্ফোরণ ঘটে। এতে সাতজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।’
রোমেরো বলেন, ‘এটর্নি জেনারেল এ তদন্ত কাজে সহায়তা করতে লোক পাঠিয়েছেন। এর পাশাপাশি বিস্ফোরণের কারণ জানতে ফরেনসিক দলও কাজ করবে। আমরা এখনো এ ঘটনার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারছি না।’
আজকের বাজার/আরজেড