বলিভিয়ায় দুর্নীতির অভিযোগে মোরালেসের সাবেক মন্ত্রী গ্রেফতার

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সাবেক এক ক্ষমতাধর মন্ত্রীকে মঙ্গলবার দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। প্রসিকিউটররা একথা জানান। খবর এএফপি’র।
খবরে বলা হয়, গ্রেফতার হওয়া মন্ত্রীর নাম কর্লোস রোমারো। সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী মোরালেসের ঘনিষ্ঠ ছিলেন। বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে নভেম্বর মাসে মোরালেস পদত্যাগ করেন এবং দেশ থেকে পালিয়ে যান।
মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে রক্ষণশীল অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীতে মোরালেসের বামপন্থী সরকারের অনেক মন্ত্রীকে অভিযুক্ত বা দুর্নীতির তদন্ত করা হয়।
প্রসিকিউটররা জানান, মাদক পাচার রোধে কাজ করা সরকারি একটি সংস্থার তহবিল অপব্যবহার করায় ৫৩ বছর বয়সী রোমারোকে গ্রেফতার করা হয়।
এদিকে আর্জেন্টিনায় নির্বাসিত মোরালেস দেশটির বর্তমান অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট জেনিন অ্যানেজের সমালোচনা করেন এবং রোমারোর পক্ষে কথা বলেন।