বলিভিয়ার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৬.৮। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সোমবার বলিভিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে তারিজা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ৫৬২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এসময় পুরো দেশ কেঁপে ওঠে।
এছাড়া ব্রাজিলের সাও পাওলো ও ব্রাসেলিয়া শহরে এর কম্পন অনুভূত হলে মানুষ ঘড়বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে বলে মার্কিন ভূ-তাত্ত্বিক গবেষকরা জানিয়েছেন।
এস/