বল টেম্পারিং এর ঘটনায় ক্রিকেটবিশ্ব যখন তোলপাড়, ঠিক সেই মুহূর্তে বল টেম্পারিংকে শিল্প বলে উল্লেখ্য করলেন ক্রিকেটার হাবিবুল বাশার।তবে বলের আকৃতি পরিবর্তনে তিনি বোলারদের কখনই সমর্থন দেবেন না।
জাতীয় দলের এই নির্বাচক বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচে আমরা আসলে কখনও বলল টেম্পারিং করিনি, দেখিওনি। আসলে বল টেম্পারিং করাটা একটা আর্ট। আমাদের ছেলেরা ওই পথে কখনও হাঁটেনি।’
এদিকে ভিভ রিচার্ডস, ব্যারি রিচার্ডস, রিচার্ড হ্যাভলিদের মতো অনেকেই বলছেন বল টেম্পারিং বৈধ করা উচিত।
হাবিবুল বাশার বলেন, ‘টেম্পারিং চেয়ে বল মেইন্টেইন করা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বোলারদের হয়তো একটু স্বাধীনতা দেয়া উচিত। উইকেট একেবারে ফ্লাট থাকলে বোলারদের কাজটা কঠিন হয়ে যায়। নিয়ম-কানুন সব বোলারদের বিপক্ষে। আমি বলব না যে, বলের আকৃতি পরিবর্তন করাটা বৈধ হোক বা সিরিশ কাগজ ব্যবহার করে শাইনটা নষ্ট করা হোক। সেটা আমি কখনই সমর্থন করি না। বল মেইন্টেইনের ক্ষেত্রে কিছুটা স্বাধীনতা দেয়া উচিত।’
আজকের বাজার/আরজেড