বশেমুরবিপ্রবিতে চালু হচ্ছে নতুন ৩ বিভাগ

নতুন তিনটি ও একটি ইনস্টিটিউট চালু করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী শিক্ষা বর্ষ (২০১৮-১৯) থেকে বিভাগগুলো চালু করা হলো।

নতুন বিভাগ গুলো হলো- আর্কিটেকচার, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি ও উদ্ভিদবিজ্ঞান এবং ইনস্টিটিউটটি হলো- শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে মোট বিভাগ সংখ্যা হলো ৩৪টি এবং ইনস্টিটিউট চারটি। ‘শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট’ মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায় স্থাপিত হবে।

সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৩টি বিভাগ ও একটি ইনস্টিটিউট-এর সাথে আরো ৭০ জন শিক্ষক এবং ৮০ জন কর্মকর্তা-কর্মচারী পদের অনুমোদন দিয়েছে।

আরএম/