বশেমুরবিপ্রবিতে ‘ল’ ফেস্ট অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের আয়োজনে ‘ল’ ফেস্ট -২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সারদিন ব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উৎযাপন করে আইন বিভাগের শিক্ষার্থীরা। ফেস্ট উপলক্ষে  বিভাগের সকল ব্যাচের  শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ এসময় উপস্থিত ছিলেন  আইন অনুষদের ডীন আবদুল কুদ্দুস মিয়া, এসিস্ট্যান্ট প্রফেসর মানসুরা খানম, ড. মোঃ রাজিউর রহমান সহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।
ফেস্ট  উপলক্ষে সকাল ১১ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় ক্রিকেট, ফুটবল, সাতার, মেয়েদের বালিশ খেলা সহ নানা ধরনের খেলায় শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
বেলা  ৪টা থেকে পুরস্কার বিতরনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় যাতে অংশগ্রহণ করে  আইন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
এ বিষয়ে আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ রাজিউর রহমান বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি অন্যান্য বিষয়ে মেধার বিকাশ ঘটানোর জন্য প্রথমবারের মত আমাদের এ আয়োজন। তিনি আরো বলেন এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মানোন্নয়ন ঘটবে।
জেবিন/আরএম