বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সহকারী রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলাম (হিরা) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাবরক্ষণ কর্মকর্তা ওয়ালিদ মিয়া।
মঙ্গলবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রকৌশলীর (ভারপ্রাপ্ত) কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি-১ উপ-রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন, সহ-সভাপতি-২ জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক-১ হিসাবরক্ষণ কর্মকর্তা চৌধুরী মনিরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক-২ প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহাবুবুল রহমান (সুমন), কোষাধ্যক্ষ অডিট অফিসার ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী বাজেট কর্মকর্তা তানিয়া ইসলাম, দপ্তর সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক উপ-সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল) মোঃ ওবায়দুর রহমান।
এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, সেকশন অফিসার আসলাম হোসেন, সহকারী প্রকৌশলী (সিভিল) তাসনীম রুবায়েত, প্রশাসনিক কর্মকর্তা কবিতা খানম, মোহাম্মদ মাহমুদুল হাসান (রানা), রবিউল ইসলাম।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয় প্রকৌশলীর (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলী।
আগামী ১ বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
জেবিন/রাসেল/