গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবীতে ৮ম দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন। এদিকে আরেক সহকারী প্রক্টর ড. মো. নাজমুল হক পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে আন্দোলন স্থানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। ভিসি বিরোধী শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়।
বুধবার রাতে মো. নাজমুল হক রেজিস্ট্রারের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে পত্রে উল্লেখ করেন।
অন্যদিকে, বৃহস্পতিবার ইউজিসি গঠিত তদন্ত টিম দ্বিতীয় দিনের মতো তাদের তদন্ত কাজ শরু করেছেন। তদন্ত টিমের সদস্যরা গত ২১ সেপ্টেম্বর বহিরাগতদের হামলায় আহত শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং তাদের লিখিত বক্তব্য সংগ্রহ করছেন।
তারা শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকের সাথেও কথা বলবেন এবং লিখিত বক্তব্য গ্রহণ করবেন। এর আগে বুধবার বিকেল ৪টায় ড. মো. আলমগীর এর নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত টিম বিশ্ববিদ্যালয়ে আসে।
উল্লেখ্য, নানা অনিয়ম,দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগ এনে ভিসির পদত্যাগের দাবিতে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনায় ২১ সেপ্টেম্বর সহকারী প্রক্টর মো. হুমায়ন কবীর পদত্যাগ করেন।
আজকের বাজার/এমএইচ