গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে আগামী ৮ জুন। ১৬ দিনের এ ছুটি চলবে ২৩ জুন পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রীষ্মকালীন ছুটি, শবে-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৮ জুন থেকে ছুটি শুরু হয়ে ২৩ জুন পর্যন্ত চলবে। এছাড়া একই সময়ে সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটি শেষে ২৪ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সকল কার্যক্রম যথারীতি চলবে।
জেবিন/রাসেল/