বসবাস অযোগ্য অ্যাপার্টমেন্ট থেকে মিয়ানমারের ৫০০ শরণার্থীকে স্থানান্তর

বসবাসের অনুপযুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা প্রদেশের একটি অ্যাপার্টমেন্ট থেকে মিয়ানমারের প্রায় ৫০০ শরণার্থীকে স্থানান্তর করা হয়েছে। খবর ইউএনবি’র।

দ্য ওমাহা ওয়ার্ল্ড-হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, ওমাহা শহরের উত্তরাংশে ইয়েল পার্ক অ্যাপার্টমেন্টে প্রায় ১৭৫ স্কুলবয়সী ছেলে-মেয়ে ও ডজন খনেক শিশুদের নিয়ে মিয়ানমারের কয়েকশ’ উদ্বাস্তু পরিবার বসবাস করছিল।

বৃহস্পতিবার শহরের পরিদর্শকরা অ্যাপার্টমেন্টগুলো পরিদর্শন করে জানান, সেখানে অনিরাপদ বৈদ্যুতিক সার্কিট, গ্যাসের লিক, ইঁদুর, ছারপোকা ও বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের উৎপাতসহ অসংখ্য সমস্যা রয়েছে।

জনাকীর্ণ ও অস্বাস্থ্যকর অ্যাপার্টমেন্টগুলো বসবাসের অনুপযুক্ত বিবেচনা করায় সেখান থেকে শরণার্থীদের সরিয়ে নেয়া হয়।

শরণার্থীদের এখন কমিউনিটি সেন্টারগুলোতে থাকতে দেয়া হয়েছে, যেখানে তারা নিরাপদে খাওয়া-দাওয়া করতে, ঘুমাতে ও গোসল করতে পারবে।

শরণার্থীদের জন্য অন্যত্র উপযুক্ত বসবাসের ব্যবস্থা না করা পর্যন্ত কয়েকদিন তাদের এখানে থাকতে হবে বলে জানায় দাতা সংস্থার কর্মকর্তারা।

আজকের বাজার/এমএইচ