মাত্র আট দিনের ব্যবধানে সোমবার আরও একটি স্প্যান যুক্ত হয়েছে পদ্মা সেতুতে।
সোমবার দুপুর ১২টার দিকে মাওয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর খুঁটির ওপর সফলভাবে ৩৩ নম্বর স্প্যানটি স্থাপন করা হয়। এর ফলে সেতুর ৪.৯ কিলোমিটার দৃশ্যমান হলো।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে জানান, সর্বশেষ গত ১১ অক্টোবর ৩২ নম্বর স্প্যানটি বসানো হয়।
চলতি মাসে আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ২৫ অক্টোবর ৩৪তম এবং ৩০ অক্টোবর ৩৫তম স্প্যান বসানো হবে।
‘চলতি বছরের মধ্যেই বাকি স্প্যানগুলো খুঁটিতে বসানোর টার্গেট নিয়েই কাজ চলছে। এখন স্প্যানও প্রস্তুত তাই খুঁটিতে বসিয়ে দেয়া এখন সময়ের ব্যাপার মাত্র,’ বলেন তিনি।
সেতুর নির্বাহী প্রকৌশলী, বসানো স্প্যানগুলোতেও স্লাব বসানোর কাজ দ্রুত এগিয়ে চলেছে। এ পর্যন্ত সেতুর উপরের তলায় রোডওয়ে স্লাব বসানো হয়ে গেছে ১০৭৬টি। আর রেলওয়ে স্লাব বসেছে ১৫৯০টি।
দেশের সবচেয়ে দীর্ঘতম ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে, যার ওপরে থাকবে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। আর একেকটি খুঁটি ৫০ হাজার টন লোড নিতে সক্ষম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে চীনের ‘সিনো হাইড্রো করপোরেশন’।