বসিলায় জঙ্গি আস্তানা থেকে এক জন আটক

রাজধানীর বসিলায় ঘিরে রাখা জঙ্গি আস্তানা থেকে এক জনকে আটক করেছে র‌্যাব-২ এর সদস্যরা। তাকে র‌্যাবের হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।
বৃহস্পতিবার সকালে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর থেকে বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব-২এর সদস্যরা। র‌্যাবের কাছে গোপন সংবাদ ছিল জঙ্গি আস্তানার বিষয়ে।
এর আগে শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও ব্রহ্মপুত্র নদে একটি নৌকায় জঙ্গিদের অবস্থানের কথা জানতে পেরে র‌্যাব-১৪’র একটি দল ময়মনসিংহের খাগডহর এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, আটটি বোমা সদৃশ্য বস্তু, চারটি ব্যাগ, দরজা ও লক ব্রেকিং সরঞ্জামাদি, একটি মাটির চুলা এবং একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। একই সঙ্গে চার জনকে আটক করে র‌্যাব।