আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সাবেক সতীর্থ হার্নান বার্কোসকে দলে নিয়েছে বসুন্ধরা কিংস। এটি মোটামুটি সবারই জানা; কিন্তু মেসির সতীর্থ ঠিক কত টাকা বেতন পাবেন তা হয়ত অনেকেরই অজানা। হ্যাঁ, বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন স্ট্রাইকার বার্কোস বাংলাদেশে খেলে মাসে পাবেন ১৭ লাখ টাকা! বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার।
আগামী ১৩ মে এশিয়ার চ্যাম্পিয়নস লিগ খ্যাত এএফসি কাপ শুরু করবে বাংলাদেশের সেরা দল বসুন্ধরা কিংস। শুরু হতে যাওয়া আসরের জন্য একজন স্ট্রাইকার প্রয়োজন ছিল তাদের। অনেক খোঁজাখুজির পর অবশেষে আর্জেন্টিনা থেকে বার্কোসকে এনে নিজেদের অভাব দূর করেছে দলটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা নিশ্চিত করেছে বাংলাদেশে বার্কোস প্রতি মাসে পাবেন প্রায় ১৭ লাখ টাকা।
আলেসান্দ্রো সাবেয়ার সময়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল বার্কোসের। ২০১৩ সালে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও উরুগুয়ের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার আকাশি-সাদা জার্সিতে চারটি ম্যাচ খেললেও কোনো গোল পাননি।
আজকের বাজার/আরিফ