আগামী ২ জুলাই থেকে স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হতে যাওয়া বসুন্ধরা পেপার ২০১৭-২০১৮ অর্থবছরের তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জানুয়ারি’১৮ থেকে মার্চ’১৮ পর্যন্ত তিন মাসে কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ১৪ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা। আইপিও শেয়ার হিসাব করে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৩ টাকা। আইপিও শেয়ার হিসাব না করে ইপিএস হয়েছে ০.৯৮ টাকা।
এদিকে জুলাই’১৭ থেকে মার্চ’১৮ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ৩২ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা। আইপিও শেয়ার হিসাব করে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৫ টাকা। আইপিও শেয়ার হিসাব না করে ইপিএস হয়েছে ২.১৮ টাকা। এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৪.০৭ টাকা।