বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা বসুন্ধরা পেপারের বিডিং শুরু হয়েছে। সন্ধা সাড়ে ৭টা পর্যন্ত ১৩টি যোগ্য বিনিয়োগকারী বিডিংয়ে অংশ নিয়েছে। এর মধ্যে ৮টিই ছিল ৮০ টাকার উপরে।
ডিএসই সূত্র সূত্র মতে, এ সময় পর্যন্ত ১৩টি যোগ্য বিনিয়োগকারী ৬৫ লাখ ২১ হাজার ৮০০টি শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে। যার মূল্য ৩০ কোটি ২৪ লাখ ২৬ হাজার টাকা।
কোম্পানিটি পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা নিতে চায়। এরমধ্যে ১২৫ কোটি টাকার জন্য বিডিং করবে যোগ্য বিনিয়োগকারীরা।
১৬ অক্টোবর সোমবারের বিডিংয়ে অংশ নেওয়া বিনিয়োগকারীদের মধ্যে ৯০ টাকা দরে ২ লাখ ৭৭ হাজার ৭০০টি, ৮৮ টাকা দরে ২ লাখ ৮৪ হাজার, ৮৬ টাকা দরে ২ লাখ ৯০ হাজার ৬০০টি, ৮৩ টাকা দরে ৩ লাখ ১ হাজার ২০০টি, ৮২ টাকা দরে ৩ লাখ ৪ হাজার ৮০০টি এবং ৮০ টাকা দরে ৯ লাখ ৩৭ হাজার শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে।
আজ সোমবার বিকাল ৫টায় বসুন্ধরা পেপারের বিডিং শুরু হয়েছে। চলবে আগামী ১৯ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত।
এর আগে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১০তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।
বসুন্ধরা উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি ও সরঞ্চাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচে ব্যয় করবে।
৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরনী অনুযায়ী শেয়ার প্রতি সম্পদ মূল্য (রিভ্যালুয়েশন রিজার্ভসহ) হয়েছে ৩০ টাকা ৪৯ পয়সা। রিভ্যালুয়েশন রিজার্ভ ছাড়া হয়েছে ১৫ টাকা ৭৯ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি আয় (ওয়েটেড এভারেজ ) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হলো ১৪৭ কোটি টাকা। কোম্পানিটি ১৯৯৭ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। এরপরে ২০১১ সাল থেকে ২১টি দেশে পণ্য রপ্তানি করে আসছে।
আজকের বাজার:এলকে/এলকে ১৬ অক্টোবর ২০১৭