চট্টগ্রাম মহানগরীর চাকতাই এলাকায় বস্তিতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় আটজনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে অন্তত ২০০ বস্তি ঘর।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজন দুই পরিবারের সদস্য বলে জানা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন- রহিমা বেগম (৬০), তার মেয়ে নাজমা (১৬), জাকির হোসেন (৮), নাসরিন (৪), হাসিনা (৩৫), আয়শা (৩৭), সোহাগ (১৯) একজনের নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট থেকে ১২টি গাড়ি গিয়ে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ এনেছে। তবে এখনও কাজ চলছে।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্র আরও জানায়, আগুনে ভেড়া কলোনির ১৩ লাইনের প্রায় ২০০ ঘর পুড়ে যায়। ধ্বংসস্তূপ থেকে ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
তিনি বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।
সূত্র - ইউএনবি