বহিষ্কৃত ডিআইজি প্রিজন বজলুর রশিদের স্থাবর সম্পতি ক্রোক ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কারা অধিদপ্তরের বহিষ্কৃত উপ-মহাপরির্শক (ডিআইজি) বজলুর রশীদের দুটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিনের আবেদনের শুনানি শেষে মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন।

একই সঙ্গে তার স্থাবর সম্পতি ক্রোকের নির্দেশ দিয়ে মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ২২ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

সর্বশেষ গত ১ সেপ্টেম্বর দুদকের এ মামলায় বহিষ্কৃত উপ-মহাপরির্শক (ডিআইজি) বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত।

সেই সাথে আদালত বিচারের জন্য মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ স্থানান্তর এবং অভিযোগ গঠনের শুনানির জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করে।

প্রসঙ্গত, অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদক গত বছরের ২০ অক্টোবর বজলুর রশীদকে গ্রেপ্তার করে।

এজাহারে বলা হয়, ঢাকার সিদ্বেশ্বরী রোডে একটি হাউজিং প্রকল্পের দুই হাজার ৯৮১ বর্গফুট আয়তনের একটি অ্যাপার্টমেন্ট কেনেন বজলুর রশীদ। এর দাম হিসেবে পরিশোধ করা তিন কোটি ৮ লাখ টাকার কোনো বৈধ উৎস তিনি প্রদর্শন করতে পারেননি।