বাঁচতে চায় কুবি শিক্ষার্থী মেহেদী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান ‘সাইনোভিয়াল সারকোমা’ নামক মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

চাঁদপুর জেলার উত্তর মতলবের ছেলে মেহেদী হাসানের পায়ে এর আগে টিউমার দেখা দেয়। পরে তা অপারেশনের মাধ্যমে ভালো হয়। কিন্তু এবার তার শরীরে বাসা বাধা ক্যান্সার নিয়ে জীবনযুদ্ধে হেরে যেতে বসেছে সে।

মেধাবী মেহেদীর চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লাখ টাকা। আর্থিকভাবে অস্বচ্ছল মেহেদীর পরিবারের পক্ষে এই টাকা যোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন মেহেদীর সহপাঠী, বন্ধু আর বড় ভাইয়েরা।

মেহেদীর জন্য আর্থিক সহায়তা পাঠাতে পারেন নিচের মাধ্যমগুলো ব্যবহার করে।

ডাচ বাংলাব্যাংক এক্যাউন্ট নাম্বার (ইয়াসির আরাফাত) বড় ভাই = ২৭৩১০৫০৯০৩

ময়নামতি ব্রাঞ্চ, ক্যান্টনমেন্ট, কুমিল্লা।

বিকাশ- ০১৭৯৪৬৪০৩৯৭,০১৭৬৫৫৬৬৬১৬

রকেট- ০১৭৬৫৫৬৬৬১৬২, ০১৭৯৪৬৪০৩৯৭৭