এবারের এশিয়াকাপে কোনো সেমিফাইনাল ম্যাচ না থাকলেও পয়েন্ট টেবিলের কারণে বাংলাদেশ-পকিস্তানের ম্যাচটি কার্যত সেমিফাইনালে রূপ নিয়েছে। কারণ এ ম্যাচের জয়ী দলটিই ভারতের সাথে ফাইনাল খেলবে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এশিয়া কাপে শ্রীলংকাকে বিশাল ব্যবধানে হারানোর পর হঠাৎ নিজেদের হারিয়ে ফেলে মাশরাফিরা। ফলে পরবর্তীতে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে বড় ধরনের পরাজয় হয় তাদের।
সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজের অসাধারণ বোলিং নৌপূণ্যে আফগানিস্তানকে ৩ রানে হারিয়ে কস্টার্জিত জয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখে টাইগার বাহিনী।
অপরদিকে টুর্নোমেন্টে অন্যতম ফেভারিট হিসেবে আসলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পর পর দুই ম্যাচে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি পাকিস্তান। আফগানিস্তানের বিপক্ষেও এসেছে কস্টের জয়।
কিন্তু পাকিস্তান দলকে নিয়ে শেষ কথা বলে কিছু নেই কখনই। কারণ কোনো পূর্ব সংকেত ছাড়াই তারা উঠে যেতে পারে তলানি থেকে সাফল্যের চূড়ায়।
বাংলাদেশ পাকিস্তানের দুই দলের সবশেষ লড়াইয়ে ২০১৫ সালে পাকিস্তানকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে সেই দলের চেয়ে এখনকার পাকিস্তান দল বদলে গেছে অনেকটাই।
বাংলাদেশের অন্যতম ব্যাটিংস্তম্ভ তামিম ইকবালের ইনজুরির কারণে ওপেনিং নিয়ে অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ শিবিরে। সর্বশেষ ম্যাচে লিটনের সাথে নাজমুল ওপেন করলেও ভালো না করায় সেখানে সৌম্য সরকারের সুযোগ আসতে পারে।
এদিকে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে ছয় নম্বরে নেমে আফগান স্পিনার রশিদ খানকে ভালোভাবে সামাল দেয়ার কারণে পাকিস্তানের লেগ স্পিনার শাদাবকে মোকাবেলা করতে আবারও তাকে এই পজিশনে খেলানোর ইঙ্গিত পাওয়া গেছে।
আজকের বাজার/এমএইচ