ত্রিদেশীয় সিরিজে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছে মাশরাফি বাহিনী। তাই অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ।
অন্যদিকে, জটিল সমীকরণের মুখোমুখি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে ও বাংলাদেশের বিপক্ষে ১৬৩ রানে হেরে যায় লংকানরা। তাই সিরিজে বাঁচা মরার লড়াই হবে আজ। এই লড়াইয়ে হারলেই বিদায় নিতে হতে পারে তাদের।মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।
স্বাগতিক বাংলাদেশের জন্য ম্যাচটি নিয়ম রক্ষার হলেও লঙ্কানদের জন্য এটি ফাইনাল নিশ্চিতের লড়াই। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। আর চার ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে।ফাইনালে খেলতে জয়ই দরকার শ্রীলঙ্কার। হারলে তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকে। প্রথম দুই ম্যাচ হারার পর তৃতীয় ম্যাচে জয়ের দেখা পায় চান্দিমালরা।
আজকের বাজার:এসএস/২৫জানুয়ারি ২০১৮