বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন আম্ফান সাতক্ষীরা উপকূলে আঘাত হাতে বুধবার বিকেলে। বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয় উপকূলীয় অসংখ্য গ্রাম। এমন পরিস্থিতির মধ্যেই ব্যতিক্রম একটি কাজ করলো সাতক্ষীরার প্রতাপ নগরের শুভদ্রাকাঠি গ্রামের মানুষ।
ঢেউয়ের স্রোতে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে কপোতাক্ষ নদের বাঁধ। এ বাঁধ ভেঙে গেলে বিলীন হয়ে যাবে শুভদ্রাকাঠি গ্রামের অস্তিত্ব। তাই মহাবিপদ সংকেতের মধ্যেও জীবন বাজি রেখে বাঁধ রক্ষায় নেমেছে গ্রামবাসী। কপোতাক্ষের ঢেউ ঠেকাতে মানব দেয়াল তৈরি করেছে তারা।
এমনই কিছু তথ্য ও ছবি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। ছবিগুলোতে দেখা গেছে, বাঁধটি ডুবতে মাত্র কয়েক ফুট বাকি আছে। গ্রামের নারী-পুরুষ, শিশু-বুড়ো সবাই নদীতে নেমে মানবদেয়াল তৈরি করেছেন। যেন প্রচণ্ড স্রোত তাদের গায়ে আছড়ে পড়ে দুর্বল হয়ে যায়। এতে কিছুটা হলেও বাঁধটি সুরক্ষিত থাকবে।
সুভদ্রাকাঠির মানুষের এমন সাহসী কর্মকাণ্ড নাড়া দিয়েছে ফেসবুক ব্যবহারকারীদের। জীবন হাতে নিয়ে বাঁধ রক্ষায় তাদের সাহসের প্রশংসা করছে সবাই।