চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে আগুনে ৪টি দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে আরও ৭টি দোকান।
সোমবার (১১ জুন) দিবাগত গভীর রাতে ইউনিয়নের গুনাগরী বাজারের আমিন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীপুর ইউনিয়নের গুনাগরী বাজারে আমিন মার্কেটে গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তেই ওই মার্কেটের হানিফের ওষুধের দোকান, সন্তোষের ফুলের দোকান, ডিলার মাহফুজের সার ও চালের গুদাম পুঁড়ে ছাই হয়ে যায়।
এছাড়াও পার্শ্ববর্তী ১টি ওয়ার্কসপের দোকান, আবুল কালামের তেলের দোকান, জাফরের মাইক সার্ভিসের দোকান, স্টীলের দোকান, ফ্রিজের দোকান ও সাইকেলের দোকান বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হয় বলে জানা যায়।
অগ্নিকাণ্ডে ৪ দোকানের সম্পূর্ণ মালামাল পুঁড়ে গিয়ে ও অপরাপর দোকান গুলোসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিক সূত্রে জানা যায়।
আজকের বাজার/একেএ