বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেয়ার দাবি

বিশ্বের প্রায় ৩০ কোটি ভাষাভাষির বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২১ ফেব্রুয়ারি (বুধবার) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে প্রতিক্রিয়ায় এই দাবি তুলে ধরেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজকে একটাই দাবি জাতিসংঘের কাছে, বিশ্বে প্রায় ৩০ কোটি বাঙালির ভাষা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা প্রদান করবে, এটাই প্রত্যাশা, বাঙালি জাতির পক্ষ থেকে আমাদের দাবি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলা ভাষা অাজকে সারাবিশ্বে অান্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। বাংলা ভাষা বিশ্ব স্বীকৃত অান্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং একুশে ফেব্রুয়ারির মর্যাদা প্রাপ্তির মধ্য দিয়ে শহীদদের অাত্ম-বলিদান স্বার্থক হয়েছে।

ওবায়দুল কাদেরের শ্রদ্ধা জানানোর সময় ক্ষমতাসীন অাওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএম/