পশ্চিম পাকিস্তানিরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিলেও স্বাধীনতার পূর্বে এদেশে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায়নি। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরই বাংলা রাষ্ট্রভাষার প্রকৃত মর্যাদা পেয়েছে বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে আওয়ামীলীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনের চেতনা স্বাধীনতাকে ত্বরান্বিত করে। সংগ্রামের পথ ধরেই আমদের সব অর্জন সাধিত হয়েছে। স্বাধীনতার সুফল দেশের মানুষের কাছে পৌছে দিয়েছিলেন বঙ্গবন্ধু। আর প্রতিটি অর্জনের পেছনে এ দেশের গণমানুষের ত্যাগ রয়েছে। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিদ্ধস্থ একটি দেশ এগিয়ে নিচ্ছিলেন তখনই ঘাতকরা তাকে হত্যা করে।
তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াকে বহুদলীয় গণতন্ত্রের সূচনাকারী বলা হয় কিন্তু ৭৫’র ১৫ আগস্টের পর এদেশকে পাকিস্তানের প্রদেশ বানাতে চেয়েছে তারা। বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করে রাজনীতি করার সুযোগ করে দেন তিনি। এরপর যুদ্ধাপরাধীদের হাতে এ দেশের ক্ষমতা চলে যায়। স্বাধীনতার ২১ বছর পর ক্ষমতায় এসে বাংলাদেশকে এগিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট অর্থাৎ ভাষা যাদুঘর আমরা চেয়েছিলাম তারা ভেঙ্গে দিয়েছিল। পরে ২০০৯ সালে ক্ষমতায় এসে আমরা আবারও সেটি চালু করি। বাংলা ভাষাকে দৈন্য করা যাবে না। অন্য ভাষা যেমন শিখতে হবে তেমনি নিজের ভাষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে শেখা জরুরি।
এমনকি উচ্চ আদালতে বাংলায় রায় লেখার চর্চা করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
আজকের বাজার : এমআর/আরএম/ ২৪ ফেব্রুয়ারি ২০১৮