বাংলাদেশকে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র।

বুধবার (২৫ জুলাই) দেশটির কংগ্রেশনাল শুনানিতে ২০১৯ অর্থবছরের জন্য ট্রাম্প প্রশাসনের বাজেট নিয়ে আলোচনা করেন তিনি।

বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়নের জন্য ১২ কোটি ৯ লাখ মার্কিন ডলার সহায়তার কথা জানান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালিস জি. ওয়েলস।

এ জন্য আফগানিস্তান ও পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বরাদ্দের ঘোষণা দিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালিস জি. ওয়েলস বলেন, ‘বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে জঙ্গিবাদ দমন এবং উন্নয়ন খাতে দেশটির সাফল্য অনেক।

আমরা তাদের উন্নয়নে অংশীদার হতে চাই। কারণ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশে নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থিতিশীলতা বজায় থাকার স্বার্থেই সহযোগিতা করা হবে।’

আজকের বাজার/আরআইএস