ইন্দোরের হলকার স্টেডিয়ামে পাঁচ দিনের টেস্ট তিন দিনে ইনিংস ও ১৩০ হেরে গেছে বাংলাদেশ। লাল বলে সফরকারীরা সামলাতে পারেনি ভারতীয় পেসারদের সুইং। টেস্টে চ্যাম্পিয়নশিপে ভারতের দুর্দান্ত এই জয়ের কৃতিত্ব দলের সবাইকে দেন অধিনায়ক বিরাট কোহলি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘ছেলেরা অসাধারণ খেলেছে, আমি ওদেরকেই জয় ডেডিকেট করতে চাই। তিন পেসার অসাধারণ বল করেছে। অশ্বিনও দারুন করেছে, মায়াঙ্কের ব্যাটিং তো আলাদা করেই জায়গা করে নিয়েছে এই টেস্টে, পুরো কৃতিত্বটা ওদেরই প্রাপ্য।’
হার দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে টাইগারদের করা ১৫০ রানের জবাবে ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে দুই ইনিংসেই সর্বোচ্চ রান মুশফিকুর রহমান।
সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দুদল। এই ম্যাচ দিয়ে প্রথমবার দিবা রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ এবং ভারত।
আজকের বাজার/আরিফ