ফিফা র্যাংকিংয়ের শ্রীলঙ্কার পয়েন্ট বাংলাদেশের নিচে। অথচ সেই দলটির কাছেই ঘরের মাঠে হেরে বসেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে লঙ্কানদের কাছে ১-০ গোলে হেরেছে স্বাগতিকরা।
নীলফামারীরর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১০মিনিটে শ্রীলঙ্কা এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরেও রেখেছিল তারা। তাই সাফের মূল লড়াইয়ের আগে প্রীতি ম্যাচে জয়ের উল্লাস করে তারা।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯৪তম এবং আর শ্রীলঙ্কা আছে ২০০তম স্থানে।
আজকের বাজার/এমএইচ