বাংলাদেশকে ৪৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে এই ঋণ দিচ্ছে ভারত। বুধবার,৩ মে দেশটির মন্ত্রিসভা বৈঠকে এ ঋণ অনুমোদন হয়।এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসের শুরুতে ভারত সফর করেন। ওই সফরে দুই দেশের মধ্যে মোট ৩৪টি সমঝোতা স্মারক সই ও চুক্তি হয়। ওই সময় প্রধানমন্ত্র নরেন্দ্র মোদি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৪৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন। সেই সঙ্গে সামরিক কেনাকাটায় আরও ৫০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণাও দেন ভারতের প্রধানমন্ত্রী। এনিয়ে গত ছয় বছরে বাংলাদেশকে দেওয়া ভারতের সহজ শর্তে (১% সুদে) ঋণ সহায়তা ৮০০ কোটি ডলারে উন্নীত হল বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যে ৪৫০ কোটি ডলারের চুক্তি হয়েছে, তা বাংলাদেশের অগ্রাধিকার প্রকল্প গ্রহণ করে তাতে অর্থায়ন করা হবে। মন্ত্রিসভা শেষে জানানো হয়, বাংলাদেশের অবকাঠামো খাতের ১৭টি প্রকল্পে এই অর্থ ব্যয় হবে। এতে করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। বাংলাদেশে থাকা ভারতীয় কোম্পানিগুলোর জন্যও নতুন নতুন কাজের ক্ষেত্রে তৈরি হবে।
আজকের বাজার:এলকে/ এলকে/৪ মে,২০১৭