১৫০ কোটি মুসলমানের বিয়ের ঘটকালি করবে ম্যাট্রিমনি ডটকম!

সারাবিশ্বের বিভিন্ন দেশের প্রায় দেড়শ’ কোটি মুসলিমকে টার্গেট করেছে ভারতের বিয়ে বিষয়ক জনপ্রিয় অনলাইন ওয়েবসাইট ম্যাট্রিমনি ডটকম।

মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মালয়েশিয়ার মুসলিমদেরকে অনলাইনের মাধ্যমে বিয়ে বিষয়ক বা ঘটকালিতে সহায়তা দেবে ওয়েবসাইটটি। খবর ইউএনবি।

দুবাইয়ে তাদের প্রধান কার্যালয় থাকবে। গ্লোবাল মুসলিম ম্যাচ ডটকমের অধীনে প্রত্যেক দেশের নামের সাথে মিল রেখে আলাদা ওয়েবসাইট চালু করা হবে। যেমন- আরব মুসলিম ম্যাচ ডটকম, আমেরিকান মুসলিম ম্যাচ ডটকম, ইউরোপিয়ান মুসলিম ম্যাচ ডটকম, ইন্দোনেশিয়ান মুসলিম ম্যাচ ডটকম, বাংলাদেশি মুসলিম ম্যাচ ডটকম এবং মালয়েশিয়ান মুসলিম ম্যাচ ডটকম।

শ্রীলঙ্কাসহ সার্কভুক্ত বিভিন্ন দেশে ম্যাট্রিমনি ডটকম কাজ করছে। এখন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের কাছে সেবা পৌঁছে দিতে চায় তারা।

ম্যাট্রিমনি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মুরুগাভেল জানাকিরামন বলেন, আমরা ঘটকালির ক্ষেত্রে ব্যতিক্রমী। আমাদের এ বিষয়ে ১৮ বছরের অভিজ্ঞতা রয়েছে। উচ্চ লাভজনক প্রতিষ্ঠানটি এখন বিশ্বব্যাপী এর সেবা ছড়িয়ে দিতে চায়।

ম্যাট্রিমনি ডটকম ভারতের একটি নিবন্ধিত প্রতিষ্ঠান। তারা ১৮ বছর ধরে দেশটিতে বিয়ে বিষয়ক বিভিন্ন সহযোগিতা দিয়ে আসছে। তারা অনলাইনের মাধ্যমে জীবনসঙ্গী বাছাইয়ে সাহায্য করে।

আজকের বাজার/এমএইচ