বাংলাদেশসহ এশিয়ার ৪ দেশকে ১৫০০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে ভারতের এক্সিম ব্যাংক। আগামী ৩ থেকে ৪ বছরে প্রতিষ্ঠানটি এ অর্থ দেবে। ব্যাংকটির এক কর্মকর্তার বরাতে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, এই অর্থের মধ্যে সবচেয়ে বেশি ঋণ পাচ্ছে বাংলাদেশ। আগামী ৩ থেকে ৪ বছর এক্সিম ব্যাংক থেকে বাংলাদেশ পাবে ৯৫০ কোটি ডলারের লাইন অব ক্রেডিট; শ্রীলঙ্কা পাবে ৩০০ কোটি ডলার। এছাড়া নেপাল ও মায়ানমার পাবে ১৫০ কোটি ডলার করে।
এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড র্যাসকিনহা বলেন, এই অর্থের মধ্যে বাংলাদেশের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দেওয়া হচ্ছে ১৬০ কোটি ডলার; যার মোট প্রকল্পটির মোট ব্যয়ের তিন চতুর্থাংশের বেশি।
“অন্যান্য প্রকল্পের মধ্যে বাস ও রেলওয়ে ওয়াগন সরবরাহের জন্য ২০০ কোটি ডলার দেওয়া হবে”
১৫০০ কোটি ডলারের মধ্যে শ্রীলঙ্কা পাবে ৩০০ কোটি ডলার; যা রেলওয়ে ও পানি প্রকল্পসহ অন্যান্য খাতে ব্যয় হবে। নেপাল এই ঋণ ব্যবহার করবে সড়ক উন্নয়ন। আগামীতে ব্যাংকটির কম্বোডিয়া ও ভিয়েতনামে বিনিয়োগ করার পরিকল্পনা আছে।
র্যাসকিনহা বলেন, থাইল্যান্ড, পোলান্ড, অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুরে পরবর্তীতে বিনিয়োগ করা যায় কি না তাও ভেবে দেখা হচ্ছে।
আজকের বাজার:এলকে/ এলকে/৭ মে,২০১৭