যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকুঞ্জি ও তার সহযোগী তারা উদ্দিন হত্যা মামলায় অভিযুক্ত অস্কার মোরেলকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের আদালত।
দীর্ঘ শুনানি শেষে শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করে যুক্তরাষ্ট্রে আদালত।আগামী ১৮ই এপ্রিল রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। অস্কার মোরেলের বিরুদ্ধে দুইটি হত্যা মামলার পাশাপাশি অস্ত্র রাখার অপরাধেও দোষী সাব্যস্ত করেছেন আদালত।
নিউইয়র্কে কুইন্স কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি চার্ড ব্রাউন জানিয়েছেন, এ ধরনের হত্যাকাণ্ড অস্ত্র আইনের পুরোপুরি লঙ্ঘন। আদালতের রায়ে বিনা প্যারলে আজীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন তিনি। তবে মোরেলের আইনজীবী রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৩ই আগস্ট নিউইয়র্কের ওজনপার্কের আল ফোরকান মসজিদের ইমাম আলাউদ্দিন আকুঞ্জি ও তার সহযোগী তারা উদ্দীনকে গুলি করে হত্যা করা হয়। ওই সময় হত্যার প্রতিবাদে বিক্ষোভে নামে প্রবাসী বাংলাদেশিরা।
আজকের বাজার/আরজেড