অ্যালান ডোনাল্ড- দক্ষিণ আফ্রিকার একসময়ের জনপ্রিয় ক্রিকেটার। চলমান বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে প্রায়ই দেখা মেলে তার। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠর এক সাংবাদিকের সাথে আলাপচারিতায় মেরে ওঠেন ডোনাল্ড। এ সময় তিনি বাংলাদেশের বোলারদের ব্যাপারে কিছু পরামর্শ দেন।
বাংলাদেশের বোলারদের ‘স্মার্ট’ হওয়ার তাগিদ জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের বোলারদের স্মার্ট হতে হবে। শুধু দক্ষতা থাকলেই সফল বোলার হওয়া যায় না; সাফল্য পেতে হলে স্মার্টনেসটা খুব জরুরি। যদি ওয়ালশের থেকে ওরা কিছু শিখতে না পারে, তাহলে বলব যথেষ্ট স্মার্ট ওরা নয়।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বেশ কিছু ভালো বোলার আছে। কিন্তু বুদ্ধি করে বোলিং করতে তেমন কাউকে দেখি না। অবশ্য এতটা বলা আমার হয়তো ঠিক হচ্ছে না। কারণ আপনাদের দেশের সব খেলা যে বল ধরে ধরে আমি দেখি, তা নয়। ’
এ সময় সাবেক পেসার ফিরে যান তার সময়ের গল্পে, ‘আমি মনে করি, নিজের বোলিংয়ের সময় বোলাররাই অধিনায়ক। দলের অধিনায়ক ফিল্ডিং সাজাবেন সত্যি কিন্তু পরিকল্পনাটি বোলারের সঙ্গে মিলে করতে হয়। আমরা যেমনটা করতাম। হ্যান্সি (ক্রনিয়ে), আমি, শন (পোলক) মিলে খুঁজে বের করতাম ব্যাটসম্যানের দুর্বলতা। ওদের জন্য ফাঁদ পেতে কিভাবে আউট করা যায়। আমি তো আজ বাংলাদেশের কোনো বোলারকে দেখলাম না, অধিনায়কের সঙ্গে গিয়ে কথা বলতে। ’
অ্যালান ডোনাল্ড বলেন, ‘বাংলাদেশের বেশ কিছু ভালো পেসার রয়েছে। কিন্তু যথেষ্ট স্মার্ট না ওরা। আপনাদের অধিনায়ককে শুধু দেখলাম বুদ্ধি করে বোলিং করছে। ও মার খেতে পারে, কিন্তু মনে হচ্ছে তারই কেবল একটি নির্দিষ্ট পরিকল্পনা আছে। মুস্তাফিজকে দেখেছি। ওই বাঁহাতি ছেলেটি তো আইপিএলে এক মৌসুম খুব ভালো করল। কিন্তু ওয়ানডে, টি-টোয়েন্টির সঙ্গে টেস্টের অনেক পার্থক্য। উপমহাদেশের উইকেটের সঙ্গে বাইরের দেশের উইকেটের পার্থক্যও বিশাল। এই চ্যালেঞ্জটাই ওকে নিতে হবে। উপমহাদেশের স্টিকি উইকেটে হয়তো সাফল্য পেয়েছে কিন্তু বিশ্বমানের হতে হলে এমন ফ্ল্যাট উইকেটেও সফল হতে হবে। ’
সাম্প্রতিক ব্যর্থতায় অনেকে দোষ চাপাচ্ছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের ঘাড়ে। তবে তেমনটা মানছেন না তিনি- ‘বোলারদের প্রচণ্ড পরিশ্রম করতে হবে। আর কোর্টনির কাছ থেকে বের করে নিতে হবে সেরাটা। তা না হলে সেটি হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড্ড দুঃখজনক ব্যাপার। ’
তিনি আরও বলেন, ‘এখানে কোর্টনির দোষ কোথায়? সর্বকালের অন্যতম সেরা একজন ফাস্ট বোলারকে কোচহিসেবে পেয়েছে বাংলাদেশ। আপনাদের বোলাররা যদি ওর কাছ থেকে শিখতে না পারে, এটি তাদের ব্যর্থতা। তাইনয় কি?’
আজকের বাজার: সালি / ১৯ অক্টোবর ২০১৭