দু্ইদিন বাকি থাকতেই ইন্দোর টেস্ট জিতে নিল ভারত। শনিবার বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল বিরাট কোহলির ভারত।
অধিনায়ক হিসাবে কোহলির এটি দশম ইনিংস জয়। ইনিংস জয়ের বিচারে কোহলি ভারতের সবচেয়ে সফলতম টেস্ট ক্যপ্টেনের তকমা ছিনিয়ে নিলেন কোহলি। এর আগে এই কৃতিত্ব ছিল এমএস ধোনির।
ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে তিনি দেশকে নেতৃত্ব দিয়ে ৯টি ইনিংস জেতান। এরপরেই রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। তিনি আটবার জিতেছিলেন।
আজকের বাজার/লুৎফর রহমান