দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয়ে গেছে ২২৬ রানে। মিরপুর টেস্ট জিততে বাংলাদেশের দরকার তাই ৩৩৯ রানের। তৃতীয় দিনের সকালের সেশন চলছে মাত্র। তবে এ সেশনে ব্যাটিংয়ে নেমেই মাত্র ২ রান করে সাজঘরে ফিরেছেন তামিম। বাংলাদেশের সংগ্রহ এখন ১ উইকেট হারিয়ে ৮ রান। মুমিনুল ৫ আর ইমরুল ০ রান নিয়ে ব্যাট করছে।
৮ উইকেটে হারিয়ে ২০০ রানে দ্বিতীয় দিন শেষ করেছিলো শ্রীলঙ্কা। রোশেন সিলভা অপরাজিত ছিলেন ৫৮ রানে, আর সুরঙ্গা লাকমাল দিন শেষ করেছিলেন ৭ রানে। তৃতীয় দিনের শুরুটাও তারা করেন দারুণভাবে। চমৎকার ব্যাটিংয়ে দলের রানের সঙ্গে লিড বাড়িয়ে নেন রোশেন। সঙ্গী পেলে নিজের ইনিংসটা আরও বড় করতে পারতেন তিনি। শেষ পর্যন্ত এই ব্যাটসম্যান অপরাজিত ছিলেন ৭০ রানে।
বাংলাদেশের দরকার ছিল ২ উইকেট। রোশেন-লাকমালের জুটি ভেঙে তাইজুল শুরু করেন তার উইকেট উৎসব। নিজের ২০তম ওভারের চতুর্থ বলে লাকমালকে আউট করার পরের বলেই আবার উইকেট উৎসবে মাতেন রঙ্গনা হেরাথকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে। লাকমাল খেলেছেন গুরুত্বপূর্ণ ২১ রানের ইনিংস।
তৃতীয় দিনের ২ উইকেট মিলিয়ে দ্বিতীয় ইনিংসে তাইজুলের শিকার ৪ উইকেট। ৩ উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান।
আজকের বাজার : আরএম/১০ ফেব্রুয়ারি ২০১৮