বাংলাদেশের পরর্বতী সিরিজ গুলো কাদের সঙ্গে

আপাতত এ বছর বাংলাদেশে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ডিসেম্বরে বঙ্গবন্ধু বিপিএল শেষে জানুয়ারিতে পাকিস্তানের উদ্দেশ্য পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। এরপর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে টাইগাররা।

আসুন দেখে নেই বাংলাদেশের পরবর্তী সিরিজ গুলির চূড়ান্ত সময়সূচি।

পাকিস্তান সিরিজ (জানুয়ারি-অ্যাওয়ে)
টি-টুয়েন্টিঃ ৩টি
ও টেস্টঃ ২টি

অস্ট্রেলিয়া (ফেব্রুয়ারি-হোম)
কেবল ২টি টেস্টে

জিম্বাবুয়ে (মার্চ-হোম)
টি-টুয়েন্টি ৫টি
এবং টেস্টে ১টি

আয়ারল্যান্ড (মে-অ্যাওয়ে)
১টি টেস্টে ও ৩টি ওডিআই
এবং ৩টি টি-টুয়েন্টি

শ্রীলঙ্কা (জুলাই-অ্যাওয়ে)
৩টি টেস্টে

নিউজিল্যান্ড (আগস্ট-হোম)
২টি টেস্টে

এশিয়া কাপ (সেপ্টেম্বর-অ্যাওয়ে, পাকিস্তান)
ওয়ানডে

নিউজিল্যান্ড (অক্টোবর-অ্যাওয়ে)
৩টি টি-টুয়েন্টি

টি-টুয়েন্টি বিশ্বকাপ (অক্টোবর-অস্ট্রেলিয়া)

শ্রীলঙ্কা (ডিসেম্বর-হোম)
৩টি ওয়ানডে

আজকের বাজার/আরিফ